পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
নিরবিচ্ছিন্ন ও মান সম্মত বিদ্যুৎ সরবরাহে ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ
১। নতুন গ্রীড উপকেন্দ্র নির্মাণ সংক্রান্তঃ মৌলভীবাজার জোনাল অফিসের আওতাধীন শ্রীহট্ট অর্থনৈতিক জোন এ ক্রমবর্ধমান লোড এর বিপরীতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তাবিত বিবিয়ানা ও মৌলভীবাজার গ্রীড উপকেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা।
২। নির্মাণাধীন সুইচিং স্টেশনের কাজ শেষ করাঃ শ্রীমঙ্গল গ্রীড উপকেন্দ্র হতে শ্রীমঙ্গল-১,২,৩ ও ৪, মৌলভীবাজার-১,২,৩,৪ ও ৫ এবং কমলগঞ্জ-৩ উপকেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। শ্রীমঙ্গল গ্রীড উপকেন্দ্রের শ্রীমঙ্গল ও শমসেরনগর ফিডারে গ্রীষ্ম মৌসুমে প্রায়ই রেডহট সমস্যার জন্য বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। এমতাবস্থায়, শ্রীমঙ্গল গ্রীড উপকেন্দ্রে নির্মাণাধীন সুইচিং স্টেশনের কাজ দ্রুত শেষ করা। সুইচিং স্টেশনটি চালু হলে বর্নিত সমস্যার সমাধান হবে।
৩। নির্মাণাধীন মৌলভীবাজার-৬ ও বড়লেখা-২ উপকেন্দ্রের নির্মাণ কাজ শেষ করাঃ আগামী গ্রীষ্ম মৌসুমে মৌলভীবাজার-১ এবং বড়লেখা-১ এর সম্ভাব্য ওভরলোড ফিডারের লোড বিভাজনের জন্য মৌলভীবাজার-৬ ও বড়লেখা-২ উপকেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত শেষ করা ও চালু করা।
৪। ৩৩ কেভি লাইন নির্মাণ সংক্রান্তঃ প্রস্তাবিত গ্রীড উপকেন্দ্র হতে চলমান ৩৩ কেভি লাইনের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রায় ৩০ কিঃমিঃ ৩৩ কেভি ডাবল সার্কিট লাইন নির্মাণ করতে হবে। তাছাড়া শ্রীমঙ্গল সুইচিং স্টেশন হতে চলমান ৩৩ কেভি ফিডারের সাথে সংযোগ করনের জন্য আরও ৫ কিঃমিঃ ট্রিপল সার্কিট লাইন নির্মাণ করা প্রয়োজন হবে। বর্নিত লাইন সমূহ নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করতে হবে।
৫। নতুন ১১ কেভি ফিডার চালু করাঃ ১১ কেভি ফিডারের লোড বিভাজন, দৈর্ঘ হ্রাস করন এবং নির্মাণাধীন ০২ উপকেন্দ্রের আউট গোয়িং ফিডার সহ মোট ১৫ টি নতুন ১১ কেভি ফিডার প্রস্তুত পূর্বক চালু করার পরিকল্পনা ছিল। যার মধ্যে ০১ টি ফিডার চালু করা হয়েছে বাকী ১৪ টি ফিডার চালু করার ব্যবস্থা করা।
৬। লাইন আপগ্রেডেশনঃ অত্র পবিস ১৩ টি পবিসের মধ্যে ০১ টি হওয়ায় বিতরন লাইনের অধিকাংশ জরাজীর্ণ হওয়ায় এবং বর্তমান লোড বিবেচনায় ৪১৮৫ কিঃমিঃ লাইন আপগ্রেডেশন করা প্রয়োজন যা ফেজ-২ প্রকল্পে প্রস্থাবনা দেওয়া হয়েছে। আশা করি বর্নিত লাইন প্রকল্পে অর্ন্তভুক্ত হবে এবং আপগ্রেডেশন কাজ সম্পন্ন হবে।
৭। বিতরণ ট্রান্সফরমার আপগ্রেড করাঃ অত্র সমিতিতে বর্তমানে কোন ওভার লোড বিতরণ ট্রান্সফরমার নাই। সিস্টেম লস হ্রাস কল্পে এবং বিনষ্ট ট্রান্সফরমার এর পরিমান হ্রাস করনে সম্ভাব্য ওভার লোড ট্রান্সফরমার গুলো সনাক্ত হওয়ার সাথে সাথে আপগ্রেড করার ব্যবস্থা করতে হবে।
৮। এনালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার স্থাপন করাঃ মোট মিটার সংখ্যার ৭০% এনালগ মিটার ডিজিটাল মিটার দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। বাকী এনালগ মিটার গুলো মিটার স্বল্পতার কারনে পরিবর্তন করা যায় নি। ৫০ হাজার মিটার ক্রয় প্রক্রিয়াধীন আছে। মিটার প্রাপ্তি সাপেক্ষে বাকী এনালগ মিটার ডিজিটাল মিটার দ্বারা প্রতিস্থাপন করা।
৯। মালামাল ক্রয়ঃ বাপবিবো কর্তৃক চলমান সকল প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন কোন প্রকল্প বর্তমানে না থাকায় অত্র পবিসের স্টোরে মালামাল স্বল্পতা দেখা দিয়েছে। যার ফলে বিতরণ লাইন রক্ষণাবেক্ষণ, পরিচালন ও ডিপোজিট ওয়ার্কের কাজ চলমান রাখা দূরহ হয়ে পড়েছে। এমতাবস্থায়, লীড পবিসে ও বাপবিবো তে চাহিদাকৃত মালামাল সংশ্লিষ্ট পবিস ও বাপবিবো এর সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলাপ-আলোচনা করে সরবরাহের কাজ ত্বরান্বিত করা।
১০। নতুন উপকেন্দ্র নির্মাণ সংক্রান্তঃ ক্রমবর্ধমান লোড চাহিদার বিষয়টি বিবেচনা করে ২০২৫ সালের মধ্যে আরও ৬ টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র (শ্রীমঙ্গল-৫ ও ৬, রাজনগর-৪, কুলাউড়া-২, বড়লেখা-৩ ও জুড়ী-২) নির্মাণের পরিকল্পনা ছিল, যা ফেজ-২ প্রকল্পে অর্ন্তভুক্ত করার জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। বর্নিত উপকেন্দ্র সমূহ প্রকল্পে অর্ন্তভুক্ত হলে নির্মাণ কাজ ত্বরান্বিত করা।
১১। নতুন ১১ কেভি ফিডারের জন্য নতুন লাইন নির্মাণ সংক্রান্তঃ নতুন উপকেন্দ্রের আউট গোয়িং ফিডার বের করার জন্য ৩২০ কিঃমিঃ নতুন ১১ কেভি লাইন নির্মাণের প্রস্তাবনা ফেজ-২ প্রকল্পে প্রেরণ করা হয়েছে। উল্লেখিত পরিমান লাইন প্রকল্পে অর্ন্তভুক্ত হলে নির্মাণ কাজ ত্বরান্বিত করা।
১২। সুইচিং স্টেশন নির্মাণ সংক্রান্তঃ প্রস্তাবিত মৌলভীবাজার ও বিবিয়ানা গ্রীড উপকেন্দ্রের পাশে লোড বিন্যাস করনের জন্য ০২ টি (মৌলভীবাজার ও বিবিয়ানা) সুইচিং স্টেশন নির্মাণ করার জন্য বাপবিবো এর সাথে যোগাযোগ করা এবং আপকামিং প্রকল্পে অর্ন্তভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা করা।
১৩। উপকেন্দ্রের নিরাপত্তা সংক্রান্তঃ অত্র পবিসের আওতায় ৭ টি ইনডোর ও ৯ টি আউপডোরসহ মোট ১৬ টি উপকেন্দ্র চলমান আছে এবং আগামী জুন/২০২২ খ্রিঃ এর মধ্যে আরও ০২ টি উপকেন্দ্র চালু হবে। উপকেন্দ্র গুলোতে কোন নিরাপত্তা প্রহরী নাই। বাপবিবো কর্তৃক উক্ত উপকেন্দ্র গুলোতে নিরাপত্তা প্রহরী নিয়োগের কাজ চলমান আছে। বাপবিবো এর সাথে যোগাযোগ করে প্র্রতিটি উপকেন্দ্রের জন্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা।
১৪। কুলাউড়া সাব-জোনাল অফিস সংক্রান্তঃ কুলাউড়া সাব-জোনাল অফিস গত সেপ্টেম্বর/২০২২ খ্রিঃ মাসে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। অফিস চালু হলেও অফিসের আনুষাঙ্গিক আসবাবপত্র প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা যায়নি এবং প্রাপ্যতা অনুযায়ী লোকবলও সেট আপ করা সম্ভব হয় নি। গ্রাহক সেবার স্বার্থে কুলাউড়া সাব-জোনাল অফিসে প্রয়োজনীয় আসবাব পত্র, মালামাল ও লোকবলের সেট আপ নিশ্চিত করা প্রয়োজন।
১৫। নতুন অভিযোগকেন্দ্র সংক্রান্তঃ মৌলভীবাজার জোনাল অফিসের আওতাধীন গোবিন্দপুর ও বড়লেখা জোনাল অফিসের আওতাধীন ফকিরের বাজার অভিযোগ কেন্দ্র চালু করা হলেও প্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র ও লোকবল সেট আপ করা সম্ভব হয় নাই। গ্রাহক সেবার স্বার্থে গোবিন্দপুর ও ফকিরের বাজার অভিযোগ কেন্দ্রে প্রয়োজনীয় আসবাব পত্র, মালামাল ও লোকবলের সেট আপ নিশ্চিত করা প্রয়োজন।
বর্নিত চ্যালেঞ্জ সমূহ বাস্তবায়ন করা গেলে অত্র পবিসের আগামী ২০৩০ সাল পর্যন্ত গ্রাহককে নিরবিচ্ছিন্ন, মান সম্মত ও গ্রাহকের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে আর কোন সমস্যা হবে না মর্মে আশা করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস